সকাল ১১টায় শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা। সকাল ১১টায় পরীক্ষা শুরু হলেও এর মধ্যেই ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে আসতে শুরু করেছেন। পরীক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকরাও আসতে শুরু করেছেন।
কার্জন হল থেকে পরীক্ষার প্রশ্নপত্র ইতোমধ্যে কেন্দ্রগুলোতে সরবরাহের কাজ শুরু হয়েছে। শুক্রবার ‘ক’ ইউনিটে ১ লাখ ১৭ হাজার ৯৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৮ হাজার ৬০৩ জন সাতটি বিভাগের কেন্দ্রের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৪ হাজার ৩২৮, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার ২১৭, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার ৮০৬, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৮ হাজার ৯২২, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ৩০৫, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ৪২৫, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার ৩৫১ জন পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
সূত্র: নয়াদিগন্ত