এ মাসেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই বড়সড় আয়োজনের আগেই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়িয়ে গেলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি কাপে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে নর্দানের বিপক্ষে আরও একটি সেঞ্চুরি করেছেন বাবর আজম। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৯৪ ম্যাচে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি।
টি-টোয়েন্টিতে ৩১৫ ম্যাচে অংশ নিয়ে পাঁচটি সেঞ্চুরি করেছেন ক্রিকেট বিশ্বের এই সময়ের অন্যতম সেরা তারকা কোহলি। তার চেয়ে ১২১ ম্যাচ কম খেলে একটি সেঞ্চুরি বেশি করলেন বাবর।
বৃহস্পতিবার ৬৩ বলে ৩টি ছয় ও ১১টি চারের সাহায্যে ১০৫ রান করার মধ্য দিয়ে পাকিস্তানের অধিনায়ক ছুঁয়ে ফেলেন রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনকে। রোহিত ও ওয়াটসন টি-টোয়েন্টিতে ৬টি করে সেঞ্চুরি হাঁকান।
তবে টি-টোয়োন্টিতে রেকর্ড সর্বোচ্চ ২২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। তিনি ৪৪৮টি টি-টোয়েন্টিতে অংশ নিয়ে এই রেকর্ড গড়েন। আটটি করে সেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ ও মাইকেল ক্লিঙ্গার। আর সাতটি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন লুক রাইট ও ব্রেন্ডন ম্যাককালাম।
সূত্র: যুগান্তর