নগর বাউল’খ্যাত ব্যান্ড তারকা ফারুক মাহফুজ আনাম জেমসের ৫৭তম জন্মদিন আজ। বরাবরের মতো এবারও জেমস ভক্তরা দিনটি ঘিরে আয়োজনের কমতি রাখেনি। নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালন করছেন তারা।
এদিকে, গতকাল রাত থেকেই নেটদুনিয়ায় শুভেচ্ছায় ভাসছেন ব্যান্ড তারকা জেমস। ভক্ত-শ্রোতাদের থেকে শুরু করে সংগীতাঙ্গনের শিল্পীরাও শুভেচ্ছা জানাচ্ছেন এই রকস্টারকে। এবার জেমসকে নিয়ে স্মৃতিচারণ করছেন বেজবাবা’খ্যাত অর্থহীন ব্যান্ডের গায়ক সুমন।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমি তখন সবে মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি। আমার এক বন্ধু ইমন একদিন আমাকে জেমস ভাইয়ের বাসায় নিয়ে গেল। আমার নাকি সেখানে তাদের সঙ্গে জ্যাম করতে হবে। আমার নিজের কোন বেজ গিটার ছিল না। বন্ধুর কাছ থেকে একটা বেজ নিয়ে অনেক নার্ভাস অবস্থায় গেলাম জেমস ভাইয়ের বাসায়। সেখানে জেমস ভাইসহ ফিলিংস ব্যান্ডের সবাই প্র্যাকটিস করছিলো। শুধু কোন বেজিস্ট ছিলোনা। আমাকে জেমস ভাই বলল বেজ ধরো।
আমি ভয়ঙ্কর নার্ভাস অবস্থায় তাদের সঙ্গে বাজানো শুরু করলাম। বেশ কিছুক্ষণ জ্যাম আর আড্ডা দেবার পর আমি অনেকটা স্বাভাবিক অবস্থায় আসলাম। নেক্সট কবে আবার প্র্যাকটিসে আসতে হবে সেটা আমাকে জানিয়ে দিল। আমি বের হয়ে যাবার সময় জেমস ভাই বলল “ওয়েলকাম টু ফিলিংস”। আমার সে সময়ের অনুভূতিটা লিখে বোঝানো সম্ভব না। একটা ছেলে যে কিনা এসএসসি পরীক্ষার রেজাল্টের জন্য বসে আছে, বুকে অনেক স্বপ্ন, একদিন এরকম একটা ব্যান্ড বানাবো যেই ব্যান্ডকে দেশের মানুষজন চিনবে, তাকে জেমস ভাই বলছে “ওয়েলকাম টু ফিলিংস”!
টিনেজার একটা ছেলের, যার নিজের কোনো বেজ গিটার নেই, তার ফিলিংসের মতো একটা মেইন্সট্রিম ব্যান্ড এ জয়েন করাটা চিন্তা করতে পারেন? অনেক অনেক বছর আগে জেমস ভাই কিন্তু ঠিকই ব্যাপারটা খুব সহজভাবেই চিন্তা করেছিলো। আমাকে মেইন্সট্রিমে বেইসিস্ট হিসেবে খুব সহজে জায়গা করে দেয়ার পেছনে এই মানুষটার অবদান অনেক। শুভ জন্মদিন জেমস ভাই। আপনার জন্য অনেক অনেক ভালবাসা। ভালো থাকবেন।