সুনামগঞ্জের ধর্মপাশায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে ৮ কেজি ভারতীয় গাঁজাসহ আটক করেছে মাদক নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্স।
আটক মাদক কারবারিরা হলেন উপজেলার সেলবরষ ইউনিয়নের মো: নূর ইসলামের ছেলে আব্দুল আজিজ ও তার স্ত্রী মনি আক্তার।
মঙ্গলবার বিকেলে উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তর বীরগ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মুনতাসির হাসানের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও থানা পুলিশ ও আনসারদের সমন্বয়ে গঠিত এক যৌথ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোহাম্মদ খুরশেদ আলম বলেন, উওর বীরগ্রামের আব্দুল আজিজ ও তার স্ত্রী মনি আক্তার দীর্ঘ দিন ধরে নিজ গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকায় গোপনে গাঁজা ও বিভিন্ন মাদকদ্রব বিক্রি করে আসছিল বলে অভিযোগ রয়েছে। আমরা তাদেরকে মালমালসহ গ্রেফতারের জন্য একাধিক সোর্স নিয়োগ করি।
মঙ্গলবার দুপুরে তাদের ঘরে মাদক থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরে এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে থানা পুলিশ আনসার সমন্বয়ে গঠিত একটি যৌথ টাস্কফোর্সের মাধ্যমে সেখানে অভিযান চালিয়ে ৮ কেজি ভারতীয় গাঁজাসহ স্বামী-স্ত্রী দু’জনকে আটক করতে সক্ষম হই।
তিনি আরো জানান, এ ব্যাপারে তিনি নিজেই দুই মাদক কারবারির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঙ্গলবার বিকেলে ধর্মপাশা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। পরে আদাতলের নির্দেশে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।
সূত্র: নয়াদিগন্ত