সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে ছাত্র অধিকার পরিষদের এক কেন্দ্রীয় নেতাকে আটক করেছে র্যাব।
আটককৃতের নাম নাজির হোসেন ওরফে ইমরান নাজির (২৬)। তিনি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক।
শনিবার ভোরে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়।
শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র্যাব-১১’র সদর দফতরে এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর পাশা জানান, কুমিল্লার পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে মঙ্গলবার নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সেই সমাবেশে ককটেল বিস্ফোরণের গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে আটক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস প্রদান করেন। স্ট্যাটাস দিয়ে তিনি আত্মগোপনে চলে যান।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইমরান নাজির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সূত্র: যুগান্তর