সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা
গতি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৮২। পড়ন্ত বস্তুর ৩য় সূত্রটি লিখ।
উত্তর : স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব (h) অতিক্রম করে তা ওই সময়ের (t) বর্গের সমানুপাতিক।
৮৩। বেগ কোন রাশি? উত্তর : বেগ একটি ভেক্টর রাশি।
৮৪। বেগের একক কী? উত্তর : বেগের একক ms¯¹।
৮৫। বেগের মাত্রা কী? উত্তর : বেগের মাত্রা MT¯¹
৮৬। ত্বরণ কোন রাশি? উত্তর : ত্বরণ একটি ভেক্টর রাশি।
৮৭। ত্বরণের একক কী? উত্তর : ত্বরণের একক ms¯²।
৮৮। মন্দন কোন রাশি? উত্তর : মন্দন একটি ভেক্টর রাশি।
৮৯। যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, তাকে কী বলে? উত্তর : মূলবিন্দু।
৯০। ট্রেন লাইনের পাশে দাঁড়ালে এক ব্যক্তির সাপেক্ষে চলন্ত ট্রেনের যাত্রীরা কিরূপ গতিশীল?
উত্তর : আপেক্ষিক গতিশীল।
৯১। কোনো বস্তু যদি সরলরেখা বরাবর গতিশীল হয়, তাহলে তার গতিকে কী বলে? উত্তর : রৈখিক গতি।
৯২। একটি সোজা সড়কে কোনো গাড়ির গতি কোন গতি?
উত্তর : রৈখিক গতি।
৯৩। দিকের বিবেচনায় রাশি কত ভাগে বিভক্ত?
উত্তর : ২ ভাগে।
৯৪। একটি বস্তু বৃত্তাকার পথে সম্পূর্ণ একবার ঘুরে এলে তার সরণ কত? উত্তর : শূন্য।
৯৫। অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণকে কী বলে? উত্তর : সুষম ত্বরণ।
৯৬। সমবেগে চলমান বস্তুর ত্বরণের মান কত? উত্তর : শূন্য।
৯৭। কোন বিজ্ঞানী পড়ন্ত বস্তুর সূত্রাবলী আবিষ্কার করেন?
উত্তর : গ্যালিলিও।
৯৮। ভূ-পৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় অভিকর্ষজ ত্বরণের মান তত কেমন হয়? উত্তর : কমতে থাকে।
৯৯। বায়ুতে শব্দ 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে?
উত্তর : 1660 মিটার।
১০০। L-T² লেখটি কেমন? উত্তর : সরলরেখা।
১০১। বেগের পরিবর্তন না হলে ত্বরণ কিরূপ হয়?
উত্তর : শূন্য।
১০২। একটি বস্তুর বেগ 9s -এ 9ms¯¹ থেকে 45 ms¯¹ এ উন্নীত হয়। বস্তুটির ত্বরণ কত? উত্তর : 4 ms¯¹
১০৩। ত্বরণের দিক কোন দিকে?
উত্তর : বেগ পরিবর্তনের দিকে।
১০৪। গাড়ির বেগ সাধারণত কী ধরনের বেগ?
উত্তর : অসম বেগ।
১০৫। 45° অক্ষাংশে সমুদ্রে সমতলে অভিকর্ষজ ত্বরণের মান কত? উত্তর : 9.80665 ms¯²
১০৬। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত? উত্তর : শূন্য।
১০৭। একটি বাক্সকে ধাক্কা দিলে বাক্সটি না উল্টিয়ে যে গতি লাভ করে তাকে কী গতি বলে? উত্তর : চলন গতি।
১০৮। কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্বকে কী বলে? উত্তর : সরণ।
১০৯। সময়ের সঙ্গে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে? উত্তর : দ্রুতি।
১১০। সমবেগে চলমান বস্তুর ত্বরণের মান কত?
উত্তর : শূন্য।
১১১। অভিকর্ষজ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কী বলে? উত্তর : অভিকর্ষজ ত্বরণ।
১১২। g-এর আদর্শ মান কত? উত্তর : 9.80665 ms¯²
১১৩। কতক্ষণ পর মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ হবে?
উত্তর : 5 সে.
পৌরনীতি ও নাগরিকতা
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল
সোনারগাঁ
নাগরিক ও নাগরিকতা
১। আজ থেকে প্রায় কত বছর আগে নাগরিক ও নাগরিকতার ধারণার উদ্ভব হয়?
ক) প্রায় ১৫০০ খ) প্রায় ২০০০
গ) প্রায় ২৫০০ ঘ) প্রায় ৩০০০
২। নাগরিক ও নাগরিকতার ধারণার উদ্ভব হয় প্রথম কোথায়?
ক) প্রাচীন মিশরে খ প্রাচীন গ্রিস
গ) ভারতীয় উপমহাদেশে ঘ) রোমে
৩। নাগরিকতা অর্জনের কয়টি পদ্ধতি রয়েছে?
ক) দুটি খ) তিনটি
গ) চারটি ঘ) পাঁচটি
৪। কোন অধিকারটি নাগরিকের সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত?
ক) সম্পত্তি ভোগের খ) ভোটাধিকারের
গ) মজুরি লাভের ঘ) নির্বাচিত হওয়ার
৫। সমাজভেদে কোন অধিকারটির ভিন্নতা দেখা যায়?
ক) সামাজিক খ) রাজনৈতিক গ) অর্থনৈতিক ঘ) নৈতিক
৬। আমরা সবাই কোন দেশের নাগরিক?
ক) পূর্ব বঙ্গ খ) বাংলাদেশ
গ) পূর্ব পাকিস্তান গ) ভারত
৭। প্রাচীনকালে নগরকেন্দ্রিক ছোট ছোট রাষ্ট্র ছিল কোথায়?
ক) প্রাচীন রাশিয়ায় খ) প্রাচীন মিশরে
গ) প্রাচীন গ্রিসে ঘ) প্রাচীন চীনে
৮। নাগরিকের মর্যাদাকে কী বলা হয়?
ক) সম্মান খ) মর্যাদা
গ) পরিচয় গ) নাগরিকতা
৯। জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে কয়টি নীতি অনুসরণ করা হয়?
ক) পাঁচটি খ) চারটি
গ) তিনটি ঘ) দুটি
১০। দ্বৈত নাগরিকতার ক্ষেত্রে একজন ব্যক্তি একসঙ্গে কয়টি দেশের নাগরিকতা অর্জন করতে পারে?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
১১। বাংলাদেশ নাগরিকতা নির্ধারণে কোন নীতি অনুসরণ করে?
ক) জন্মস্থান নীতি খ) জন্ম নীতি
গ) অনুমোদন নীতি ঘ) শর্ত সাপেক্ষ নীতি
১২। অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের শর্তগুলো হলো -
i) সরকারি চাকরি করা ii) সে দেশের ভাষা জানা
iii) সেই রাষ্ট্রের নাগরিককে বিয়ে করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩। জন্মস্থান নীতির মাধ্যমে নাগরিকতা নির্ধারণ করে যেসব দেশ-
i) কানাডা ii) ভারত iii) আমেরিকা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ১.গ ২.খ ৩.ক ৪.ক ৫.ঘ ৬.খ ৭.গ ৮.ঘ ৯.ঘ ১০.ক ১১.খ ১২.ঘ ১৩.খ
7
সূত্র: যুগান্তর