প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ও নির্দেশিত চার দফা বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে ডিপ্লোমা প্রকৌশলীদের বিভাগীয় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার এ বিভাগীয় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
একই দাবিতে রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে দেওয়া হয়েছে স্মারকলিপি।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ রাজশাহী কমিটির আহ্বায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি একেএমএ হামিদ। প্রধান বক্তা ছিলেন কেনিপ সংগ্রাম পরিষদের সদস্য সচিব মির্জা এটিএম গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি ছিলেন আইডিইবি রাজশাহীর সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক প্রকৌশলী হোসেন শহিদ সোহরাওয়ার্দী, অর্থসম্পাদক প্রকৌশলী আবু বাশির। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইডিইবি রাজশাহীর সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মশিউর রহমান।
চলমান চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে তিন বছরে রূপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের অযৌক্তিক ও আত্মঘাতী উদ্যোগ অবিলম্বে বন্ধ, বিএনবিসি ২০২০-এর কতিপয় ধারা ও উপধারা সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সীমাহীন সংকটের সমাধান ও ছাত্র-শিক্ষক পেশাজীবীদের পেশাগত সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে সভায় আইডিইবি নেতারা বলেন, সরকার যখন মানবসম্পদ উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে, ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রী অনুমোদিত চলমান চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে তিন বছরে রূপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের অযৌক্তিক ও আত্মঘাতী উদ্যোগ অবিলম্বে বন্ধ করতে হবে।
সূত্র: যুগান্তর