বিশ্বকাপ মিশনে এসে একের পর এক দুঃসংবাদ আসছে ক্যারিবীয় শিবিরে। প্রস্তুতি ম্যাচের আগে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন দলের অন্যতম সেরা ব্যাটার ফাবিয়ান অ্যালেন।
এবার চোটে পড়েছেন দলটির বাঁহাতি পেসার ওবেড ম্যাককয়।
সুপার টুয়েলভে ২৯ অক্টেবর বাংলাদেশের বিপক্ষে মাঠে দেখা যাবে না ম্যাককয়কে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বুধবার রাতে এক বিবৃতিতে ম্যাককয়ের ডান পায়ে চোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
২৪ বছর বয়সি এই পেসার কবে ও কীভাবে চোট পেয়েছেন, তা অবশ্য জানানো হয়নি। তবে গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারেননি তিনি।
গত শনিবার সুপার টুয়েলভে খেলেছিলেন ম্যাককয়। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে হেরে যান ক্যারিবীয়রা।
ওই ম্যাচে দুই ওভার বল করে ১২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ম্যাককয়।
ম্যাককয়ের চোটের কারণে নিজেদের পরের ম্যাচের আগে দলে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
তার জায়গায় স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন এতদিন রিজার্ভ হিসেবে দলের সঙ্গে থাকা অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডার।
ম্যাককয়ের বদলিতে হোল্ডারকে নেওয়ার অনুমোদন দিয়েছে আইসিসির টেকনিক্যাল কমিটি।
সে অর্থে বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল নিয়েই মাঠে নামবেন বর্তমান চ্যাম্পিয়নরা।
ক্যারিবীয়দের হয়ে এখন পর্যন্ত ২৭টি টি-টোয়েন্টি খেলেছেন ২৯ বছর বয়সি জেসন হোল্ডার। ২০ ওভারের সংস্করণে দেশের হয়ে সবশেষ গত আগস্টে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন তিনি।
তথ্যসূত্র: ক্রিকবাজ