আফগানিস্তানের উন্নয়ন তত্ত্বাবধান বিষয়ক মার্কিন সংস্থা স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগানিস্তান রিকন্সট্রাকশন (এসআইজিএআর) জানিয়েছে, আফগানিস্তানের উন্নয়নে বরাদ্দ দেয়া অর্থের ৯১ ভাগই অপচয় বা ভুল জায়গায় খরচ করা হয়েছে।
এসআইজিএআরের সাম্প্রতিক এক প্রতিবেদনের বরাত দিয়ে আফগান সংবাদমাধ্যমে শুক্রবার এই খবর জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ৬০টি প্রকল্পের হিসাব নিরীক্ষণের পর এসআইজিএআর এই তথ্য উদঘাটন করে।
এতে বলা হয়, ‘২০২১ সালে এসআইজিএআর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ৬০টি কাঠামোগত প্রকল্পের হিসাব নিরীক্ষণ করে। এতে দেখা যায়, বরাদ্দ অর্থের মধ্যে ৭২ কোটি ৩৮ লাখ ডলার অর্থাৎ ৯১ ভাগ অব্যবহৃত রয়েছে বা পরিত্যক্ত হয়েছে, পরিকল্পনা অনুসারে ব্যয় হয়নি, ক্ষয় করা হয়েছে, ধ্বংস করা হয়েছে বা ওপরের কয়েকটি একসাথে হয়েছে।’
অপচয়কৃত অর্থ বাংলাদেশী ছয় হাজার এক শ’ ৯৯ কোটি টাকার সমপরিমাণ।
অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সাবেক সরকারের প্রশাসনিক দুর্নীতি আফগানিস্তানে বিদেশী দেশগুলোর বিনিয়োগ অপচয় ও ধ্বংস হওয়ার প্রধান কারণ।
আফগান রাজনৈতিক বিশ্লেষক সাইয়েদ হাকিম কামাল বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় প্রকল্পগুলো উদ্দেশ্য অনুযায়ী বাস্তবায়িত হয়নি। দুর্নীতি এই প্রকল্পগুলোকে গ্রাস করেছে এবং প্রকল্পগুলো কোনো স্থায়ী কাঠামো দিতে পারেনি।’
এসআইজিএআর এর আগেও সাবেক আফগান সরকারের কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে উদ্বেগ ও সতর্কতা জানিয়েছিলো।
সূত্র: আমাদের সময়.কম