সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীবাজার, ঢাকা
বিলাসী
-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
অনুধাবন প্রশ্ন : [পূর্বে প্রকাশিত অংশের পর]
৪৮. বিলাসী আত্মহত্যা করিল কেন?
৪৯. ওর যদি না অপঘাত-মৃত্যু হবে, তো হবে কার?- বলতে কী বোঝানো হয়েছে?
৫০. না পেলে এক ফোঁটা আগুন, না পেলে একটা পিণ্ডি, না হলো একটা ভুজ্যি উচ্ছুগ্যু- কেন বলা হয়েছে?
৫১. অন্নপাপ। বাপ রে! এর কি আর প্রায়শ্চিত্ত আছে- কেন বলা হয়েছে?
৫২. বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হইল কেন?
৫৩. সে দেশের লোকের সাধ্যই নাই মৃত্যুঞ্জয়ের অন্নপাপের কারণ বোঝে- বলতে কী বোঝানো হয়েছে?
৫৪. মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই একটা তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, সে সম্পদও অকিঞ্চিৎকর নহে- বলতে কী বোঝানো হয়েছে?
৫৫. এই বস্তুটাই এ দেশের লোকের পক্ষে বুঝিয়া ওঠা কঠিন- ব্যাখ্যা কর।
৫৬. অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে- বলতে কী বোঝানো হয়েছে?
৫৭. বিলাসীর বাপকে খবর দেওয়ার কারণ ব্যাখ্যা কর।
৫৮. ইহা আর একটি শক্তি- বলতে কী বোঝানো হয়েছে?
৫৯. তাহার বয়স আঠারো না আঠাশ ঠাহর করিতে পারিলাম না- কেন?
৬০. সে তো আর সত্য সত্যিই মাপ করা যায় না- কোন প্রসঙ্গে কেন বলা হয়েছে?
৬১. সাপের বিষ যে বাঙালির বিষ নয়- কেন বলা হয়েছে?
৬২. মৃত্যুঞ্জয়ের জাত বিসর্জনের কারণ বর্ণনা কর।
৬৩. কলি কি সত্যই উল্টাইতে বসিল- কোন প্রসঙ্গে কেন বলা হয়েছে?
৬৪. বিলাসী গল্পে কে এবং কেন সহমরণে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে?
৬৫. বিলাসী-মৃত্যুঞ্জয়ের প্রেমকে সমাজ স্বীকৃতি দেয়নি কেন?
৬৬. শাস্ত্রমতে বিলাসী নরকে যাবে কেন? ব্যাখ্যা কর।
৬৭. মৃত্যুঞ্জয় সাপুড়ে জীবন গ্রহণ করল কেন?
সৃজনশীল প্রশ্নের দিকগুলো
১. তৎকালীন সামাজিক দৃষ্টিভঙ্গি/বর্ণভেদ বা সম্প্রদায়িক মানসিকতার পরিচয়/ধর্মীয় রীতির অপব্যাখ্যা।
২. মৃত্যুঞ্জয়ের কাছ থেকে সুবিধা গ্রহণ।
৩. মৃত্যুঞ্জয়কে নিয়ে খুড়োর মিথ্যা বলা/মৃত্যুঞ্জয়ের সম্পত্তির প্রতি খুড়োর লোভ।
৪. মৃত্যুঞ্জয়ের অসুখ ও বিলাসীর সেবা দান।
৫. বিলাসীর প্রতি সমাজপতিদের নির্মম নির্যাতন।
৬. মৃত্যুঞ্জয়ের ধর্মত্যাগ ও সাপুড়ে জীবন গ্রহণ।
৭. ন্যাড়ার সাপুড়ে দলে যোগদান ও শিক্ষা অর্জন।
৮. বিলাসীকে বিয়ে করায় মৃত্যুঞ্জয়ের জাতধর্ম বিসর্জন ও সমাজপতিদের হাঙ্গামা।
৯. সমাজ কর্তৃক বিলাসী ও মৃত্যুঞ্জয়ের বিয়ে মেনে না নেওয়া।
১০. মৃত্যুঞ্জয়ের করুণ মৃত্যু ও সাপের মন্ত্রের অসারতা প্রমাণ।
১১. স্বামীকে এত ভালোবাসলেও তার মৃত দেহের সামনে থাকতে পারবে না।
১২. বিলাসী কর্তৃক মৃত্যুঞ্জয়ের হৃদয় জয় করা।
১৩. স্বার্থপর সমাজ বিলাসী ও মৃত্যুঞ্জয়ের প্রেম বুঝতে না পারার কারণ।
১৪. দুর্বলের ওপর সবলের অত্যাচার।
১৫. ছোটগল্পের বৈশিষ্ট্য/সার্থক ছোটগল্পের গঠনরীতি।
মূলদিক : রক্ষণশীল হিন্দু সমাজের নির্মমতা ও ভালোবাসা দিয়ে বিলাসীর মৃত্যুঞ্জয়ের মন জয়। অথবা, বিলাসী ও মৃত্যুঞ্জয়ের নিষ্পাপ ভালোবাসায় রক্ষণশীল হিন্দু সমাজের নির্মম আচরণ।
সৃজনশীল প্রশ্নের মডেল :
জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াৎ খেলছে জুয়া
ছুঁলেই তোর জাত যাবে? জাত ছেলের হাতের নয়তো মোয়া।
হুঁকোয় জল আর ভাতের হাঁড়ি, ভাবলি এতে জাতির জান,
তাইত বেকুব, করলি তোরা এক জাতিকে একশ খান।
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জগত্তারিণী স্বর্ণপদক কোথা থেকে পেয়েছেন?
খ. সেকেন্ড ক্লাসে উঠিবার খবরও কখনো পাই নাই- বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকে ‘বিলাসী’ গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে আলোচ্য গল্পের মূলভাব প্রকাশ পেয়েছে বলে তুমি মনে কর কি? যুক্তি দাও।
সূত্র: যুগান্তর