চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে পরাজয়ে বিশ্বকাপের চলতি আসর শুরু ভারতের। প্রথম ম্যাচ খেলার ছয় দিনের লম্বা বিরতি শেষে সপ্তম দিনে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে স্রেফ উড়ে যায় কোহলিরা।
পাকিস্তানের বিপক্ষে ১৫১/৭ রানে ইনিংস গুটানো ভারত হেরে যায় ১০ উইকেটের বিশাল ব্যবধানে। আর দ্বিতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে ১১০/৭ রানে থেমে যাওয়া ভারত ম্যাচ হারে ৮ উইকেটে।
পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে বাজেভাবে হারের কারণে ভারতের বিশ্বকাপের সেমিফাইনালের আশা কার্যত শেষ।
তবে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, এখনও অনেক খেলা বাকি আছে।
রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয়ের পর বিরাট কোহলি বলেন, আপনি যখন ভারতের হয়ে খেলেন তখন আপনার উপর অনেক চাপ থাকে। টেলিভিশনে অনেকে খেলা দেখেন। মাঠ ভরা দর্শক থাকে। তাই ক্রিকেটারদের বুঝতে হবে সেই প্রত্যাশার চাপ সামলে কীভাবে খেলতে হয়। গত দুই ম্যাচে সেটা আমরা করেতে পারিনি।
তিনি আরও বলেন, আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে হবে। হিসাব করে ঝুঁকি নিতে হবে। চাপ কাটিয়ে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে হবে। এখনও অনেক খেলা বাকি রয়েছে।
বিশ্বকাপের চলতি আসরের সেমিফাইনালে যেতে হলে নিজেদের শেষ তিন ম্যাচে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জয় পেতে হবে কোহলির নেতৃত্বাধীন দলকে।
শুধু তাই নয়, নিজেদের বাকি তিন ম্যাচে বড় জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচের দিকে। সেই ম্যাচে আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে ভারতের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।
সূত্র: যুগান্তর