পটুয়াখালীর লেবুখালী-পায়রা সেতুতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় অন্তত তিনজন আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় পায়রা সেতুর দক্ষিণ পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান পটুয়াখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর লুৎফর রহমান শাহরিয়ারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রঙ সাইড দিয়ে বেপরোয়াগতির একটি মোটরসাইলের সঙ্গে বিপরীত দিকের অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মোটরসাইকেল দুটি (ঢাকা মেট্রো হ- ৪৭-২০২০) ও (পটুয়াখালী হ- ১২-৩০৪৭) দুমড়ে-মুচড়ে যায়। এতে উভয় মোটরসাইকেলের চালকসহ চার আরোহী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত পটুয়াখালী হাসপাতালে পাঠিয়ে দেন। পরে রাইয়ানের অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাইয়ান মারা যায়।
পায়রা সেতুর টোলপ্লাজায় টহল পুলিশের ইনচার্জ এসআই উত্তম কুমার ভাট বলেন, সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। সেতুর লেবুখালী প্রান্তের টোল পয়েন্টের একটু উত্তর পাশে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। চারলেনের পায়রা সেতুর মধ্যে বিভাজন থাকলেও একটি মোটরসাইল রঙ সাইড দিয়ে অতিক্রম করছিল।
নিহত রাইয়ানের পরিচয় পাওয়া গেছে, কিন্তু অপর তিন আহতদের পরিচয় পাওয়া যায়নি।
সূত্র: যুগান্তর