পুলিশের মানবিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুলে ধরে বারবার ভাইরাল হয়েছেন ওসি মোহাম্মদ মহসীন পিপিএম (বার)। কিন্তু ব্যাপক জনপ্রিয় বাংলাদেশ পুলিশের এই পরিদর্শক (ইন্সপেক্টর) এবার পড়েছেন বিড়ম্বনায়। তার নামে একটি চক্র ফেসবুকে ভুয়া পেজ খুলে বিভিন্নভাবে অপপ্রচার চালানো শুরু করেছে।
কিছুদিনের মধ্যেই বিষয়টি ওসি মহসীনের নজরে আসে। এ নিয়ে তিনি পূর্বের কর্মস্থলে গত মাসের ১৭ অক্টোবর একটি মামলা করেন। অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ওসি মহসীনের করা সেই মামলায় নারায়ণগঞ্জ ডিবি পুলিশের সহযোগিতায় ডবলমুরিং থানা পুলিশ টানা দুদিন অভিযান চালায়। অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁও ও ঢাকার আশুলিয়া থেকে চুয়াডাঙ্গা সদর থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীনের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে অপপ্রচার চালানোর অভিযোগে দুই সহোদর আটক হয়।
আটককৃতরা হলেন মোঃ নবী নুর হোসেন (২০) ও মোবারক হোসেন (২২) সুনামগঞ্জের তাহিরপুর থানার কাউকান্দি গ্রামের হাসপাতাল এলাকার রফিক মিয়ার ছেলে। গতকাল সোমবার রাতে আটক দু’জনকে চট্টগ্রামের ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা সদর থানার নবাগত ওসি মোহাম্মদ মহসীন পিপিএম (বার) বলেন, ‘আমার নামে ফেসবুক পেজ খুলে সেখানে মুক্তিযোদ্ধার বিপক্ষের অপশক্তির নামে প্রশংসামূলক বক্তব্য প্রচার করা হচ্ছিলো। বিষয়টি নজরে এলেই আমি এ ব্যাপারে একটি মামলা করি। এরপর দু’জনকে গ্রেফতার করা হয়েছে। কী উদ্দেশ্যে তারা এই কাজ করেছে, সে ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে চট্টগ্রামের ডবলমুরিং থানা থেকে আমাকে জানানো হয়েছে।’
উল্লেখ্য, ওসি মোহাম্মদ মহসীন পিপিএম (বার) নামে একটি ফেসবুক পেজ আছে। প্রায় ছয় লাখের মতো লাইক ও ফলোয়ার রয়েছে। ওসি মোহাম্মদ মহসীন এই পেজে নিয়মিত বিভিন্ন মানবিক, সামাজিক ও পুলিশিং কার্যক্রম তুলে ধরেন। যার প্রায় প্রতিটি ভিডিওর ভিউ কয়েক লাখ তো বটেই কোটির ঘরে পৌঁছায়। তার এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ওসি মোহাম্মদ মহসীনের নামে একটি ভুয়া পেজ খুলে বিভিন্ন অপ্রপচার চালাতে থাকে একটি চক্র। পরে বিষয়টি নজরে আসলে ওসি মোহাম্মদ মহসীন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে দুই সহোদরকে আটক করা হয়েছে।
সূত্র: নয়াদিগন্ত