সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে আরও জানা যায়, পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। খবর বাসসের।
গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি। শ্রীমঙ্গলে সর্বনিম্ন ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গত সোমবার চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে আরও বলা হয়, তামিলনাড়ু উপকূলের অদূরে শ্রীলঙ্কায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে কমরিন ও এর আশপাশে শ্রীলঙ্কা উপকূলে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
সূত্র: যুগান্তর