নিয়ন্ত্রণরেখা বরাবর সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিওয়ালি উৎসবে তিনি সেনাদের প্রশংসায় বলেছেন, সার্জিক্যাল স্ট্রাইকে আপনাদের ভূমিকা নিয়ে আমি গর্বিত। ২০১৬ সালের ২৯ শে সেপ্টেম্বর নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইক চালায়। এতে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা এবং ওই অভিযান পরিচালনার জন্য তাদের ধন্যবাদ জানিয়ে মোদি আজ বৃহস্পতিবার বলেছেন, সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে শেষ সেনা সদস্যটি নিরাপদে ফিরে না আসা পর্যন্ত তিনি নিজে ওই অভিযান মনিটরিং করছিলেন। জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে ভারতীয় সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলার জবাবে ওই অভিযান চালায় ভারত। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দিওয়ালি উৎসব পালন করছেন নরেন্দ্র মোদি। তাই তিনি এ উপলক্ষ্যে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাদের উদ্দেশ্য করে বক্তব্য রাখছিলেন। এ সময় তিনি সেনাদেরকে জাতির ‘সুরক্ষা কবচ’ বলে আখ্যায়িত করেন।
সূত্র: মানবজমিন