ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মায় জেলেদের জালে ৩৪ কেজি ওজনের একটি বাগাড় ধরা পড়েছে। মাছটি কেটে ১৯ ভাগ করে ৩৮ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চরশালেপুর মৌজার জলমহাল এলাকা থেকে জেলে শান্ত হালদারের (৫০) জালে মাছটি ধরা পড়ে।
জেলে শান্ত হালদারের বাড়ি পাবনা জেলায়।
জানা যায়, ৩৪ কেজি ওজনের বাগাড়টি উপজেলা সদর বাজারে ৩৭ হাজার টাকায় বিক্রি হয়েছে। উপজেলার গাজীরটেক ইউনিয়নের বিন্দুডাঙ্গী গ্রামের মৎস্য ব্যবসায়ী রিপন হালদার (৩৫) মাছটি কিনে নেওয়ার পর আবার কেটে ভাগায় বিক্রি করবেন।
জেলে শান্ত হালদার জানান, তিনি স্থানীয় এক আড়ৎদারের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে উপজেলা পদ্মায় মাছ শিকার করে চলেছেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার পদ্মায় শালেপুর জলমহালের গভীর পানিতে তার নেতৃত্বে জেলেরা দুটি ট্রলারে বিশাল কুনো বেড়জাল ফেলেন। কিছুক্ষণ পরই জালের ফাঁদে বড় মাছের আলামত পেয়ে জেলেরা অত্যন্ত যত্নসহকারে মাছটি তোলেন।
মৎস্য ব্যবসায়ী রিপন হালদার জানান, জেলে শান্ত হালদার ৩৪ কেজি ওজনের বাগাড়টি উপজেলা সদর বাজারে বিক্রির জন্য আনেন। ওই বাগাড়টি ৩৭ হাজার টাকা কেজি দরে কিনে কেটে ১৯ ভাগ করে ৩৮ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
সূত্র: যুগান্তর