চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যেই বিরাট কোহলি ও রোহিত শর্মাদের নতুন হেড কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে দেশটির সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়কে। আজ বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
বিশ্বকাপের পর শেষ হবে ভারতীয় দলে রবি শাস্ত্রী অধ্যায়। এর পরেই দলের দায়িত্ব বুঝে নেবেন রাহুল। আগেই গুঞ্জন ছিল, রবি শাস্ত্রীকে সরিয়ে রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে নিয়োগ দেবে বিসিসিআই। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।
সূত্র: আমাদের সময়.কম