চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ র্যাবের চলমান মাদক বিরোধী অভিযান দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকসেবীর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।এরই ধারাবাহিকতায় র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে শনিবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ ডাকবাংলার পিছনে সাবেক এমপি শাজাহান এর আমবাগানে ভিতর কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলী এর নেতৃতে ৩ টি মোবাইল সেট,৪টি সীমকার্ড,১টি মেমোরী কার্ড, ৫টি গ্যাস লাইটার,১টি কলকী এবং ৭টি হেরোইন সেবনের পাইপসহ মাদক সেবনকারীদের আটক করে। আটককৃতরা মোঃ আলম (৩০) মোঃ রানাউল (২৯) মোঃ জাহাঙ্গীর (৩৫) মোঃ মাসুদ রানা (৪২) মোঃ মনিরুল ইসলাম (২৯) মোঃ সোহেল (৩০) মোঃ দুলাল (২৬) মোঃ খোকন (৫০) মোঃ দেলোয়ার হোসেন (৪০) মোঃ ইমাম হোসেন (২৫) মোঃ আব্দুল আলীম পারভেজ (২৬) মোঃ উমর আলী (৪৫) মোঃ মাসুদ রানা (৪৫) মোঃ বিয়েল আলী (৩৫) মোঃ সোহাগ (২১) মোঃ ইসমাইল (৪০) মোঃ ফিরোজ কবির (২৯) মোঃ বাদল আলী (৫০) মোঃ জামাল আলী (৫০) মোঃ আসাদুল (২৮) তাদেরকে আটক করা হয়। তাদেরকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসাপত্র অনুযায়ী আসামীগণ মাদকাসক্ত হিসাবে প্রাথমিক ভাবে জানা যায়।
মাদক সেবনকারীরা বিভিন্ন এলাকা হতে এসে উল্লেখিত স্থানে একত্রিত হয়ে তারা মাদক সেবন করতক এবং নেশাগ্রস্থ অবস্থায় এলাকায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও জনবিরক্তিকর আচরণ করে অপরাধ করেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেছে।
উপরোক্ত ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।