জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে টিম ডিরেক্টর পদে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ব্যর্থতার পর তার হাতে এই দায়িত্ব দিল বোর্ড। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান জালাল ইউনুস।
তিনি বলেন, ‘টিম ডিরেক্টর দল নির্বাচনে থাকেন। অধিনায়ক ও কোচের সঙ্গে তিনিও ম্যানেজমেন্টের একজন সদস্য হিসেবে থাকবেন।’ এ ছাড়া দল নির্বাচন, ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্রিকেটীয় সিদ্ধান্তেও নাকি খালেদ মাহমুদ তার মতামত দিতে পারবেন বলে জানা গেছে।
আগামী ১৬ নভেম্বর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। এ সিরিজ থেকেই কাজে যোগ দেওয়ার কথা রয়েছে সুজনের। এই সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে টাইগাররা। সিরিজের জন্য ১২ নভেম্বর থেকেই অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। সেদিনই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন সাবেক এই অধিনায়ক।
সূত্র: আমাদের সময়.কম