জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে পরিবহণ মালিক ও শ্রমিকদের গত দুদিন ধরে ধর্মঘট চলছে। এর মধ্যেই ঝিনাইদহের কালীগঞ্জে বাস চলাচল শুরু হয়েছে।
রোববার সকাল থেকে বাস চলাচল শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করছে।
গত দুদিন যাত্রীবাহী বাস চলাচল না করায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বেশি বিপদে পড়েন বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবী, পরীক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
রোববার শহর ঘুরে দেখা গেছে, কালীগঞ্জ বাস টার্মিনাল এলাকা থেকে কালীগঞ্জ-জীবননগর ও কালীগঞ্জ-যশোর রুটে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। তবে তেলের দাম বৃদ্ধির কারণে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে জানান যাত্রীরা। বাস চলাচল শুরু হওয়ায় অনেকেই স্বস্তি প্রকাশ করেন।
মেহেদী হাসান নামে এক যাত্রী জানান, সাধারণ মানুষকে জিম্মি করে দাবি আদায় করা উচিত নয়। তেলের দামবৃদ্ধি হলে অবশ্যই আলোচনার মাধ্যমে সেটি নিরসন করা সম্ভব। কিন্তু যান চলাচল বন্ধ করে সাধারণ মানুষের ভোগান্তি করে লাভ কী? বাস চলাচল শুরু হওয়ায় মানুষের ভোগান্তি কমবে।
যশোরগামী শরিফুল ইসলাম নামে আরেক যাত্রী বলেন, গত দুদিন ৪-৫ গুণ বেশি ভাড়া দিয়ে যাতায়াত করতে হয়েছে। তার পরও ভোগান্তির কম ছিল না। কিছু পথ যাওয়ার পর গাড়ি পরিবর্তন করতে হয়েছে। কিন্তু বাস চলাচল করলে এক গাড়িতেই গন্তব্যে যাওয়া যায়।
সূত্র: যুগান্তর