প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিরোধিতা করেছে ইসরাইল। বাইডেন প্রশাসন ফিলিস্তিনিদের জন্য মার্কিন কন্স্যুলেট জেরুজালেমে খুলে দেয়ার পরিকল্পনা নিয়েছে। কিন্তু ইসরাইল শনিবার প্রকাশ্যে এর বিরোধিতা করে বলেছে, জেরুজালেমে নয়। উচিত হবে এমন মিশন দখলীকৃত পশ্চিম তীরে স্থাপন করা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জেরুজালেমে ওই কন্স্যুলেট বন্ধ করে দিয়ে একদিকে ইসরাইলিদের সন্তুষ্ট করেন। অন্যদিকে তিনি ক্ষুব্ধ করে তোলেন ফিলিস্তিনিদের। তিনি এই মিশন বন্ধ করে দিয়ে সেখানে নিয়োজিত মার্কিন সরকারের স্টাফদেরকে সরিয়ে নিয়েছিলেন ইসরাইলে যুক্তরাষ্ট্রের দূতাবাসে।
এর মধ্য দিয়ে ফিলিস্তিন-ইসরাইল সঙ্কটকে আরো জটিল অবস্থায় নিয়ে যান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দূতাবাসকে জেরুজালেমে সরিয়ে নিয়ে কার্যত একে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় ট্রাম্প প্রশাসন। অন্যদিকে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যত রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চায়। যুক্তরাষ্ট্রের দূতাবাসকে সরিয়ে নেয়া ফিলিস্তিনিদের বুকের ওপর পাথর চাপিয়ে দেয়ার মতো। ১৯৬৭ সালের যুদ্ধে পূর্ব জেরুজালেমকে দখল করে ইসরাইল। তারা একে তাদের অবিভক্ত রাজধানী হিসেবে অভিহিত করে।
যুক্তরাষ্ট্রে ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতায় এসেছেন ডেমোক্রেট জো বাইডেন। তার প্রশাসন ফিলিস্তিনিদের সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য তারা জেরুজালেমে তাদের বন্ধ কন্স্যুলেট উন্মক্ত করার পরিকল্পনা নিয়েছে। তবে কবে নাগাদ তা করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি তারা।
যুক্তরাষ্ট্রের এমন পরিকল্পনায় প্রতিক্রিয়া দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তিনি সাংবাদিকদের বলেছেন, আমেরিকার সামনে আমার এবং আমাদের অবস্থান জানানো হয়েছে। তা হলো, ফিলিস্তিনিদের সেবা দেয়ার জন্য জেরুজালেমে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট স্থাপনের জন্য কোনো জায়গা হবে না। কোন নাটক না করে, আমরা জোরালোভাবে এবং স্পষ্টভাবে আমাদের বক্তব্য জানিয়ে দিয়েছি।
বেনেটের পর বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ও ভবিষ্যত প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ। তিনি দখলীকৃত পশ্চিম তীরে রামাল্লায় ফিলিস্তিনিদের জন্য কন্স্যুলেট খোলার প্রস্তাব দিয়েছেন। বলেছেন, যদি তারা (যুক্তরাষ্ট্র) চায় তাহলে রামাল্লায় কন্স্যুলেট খুলতে পারে। তাতে আমাদের কোনো সমস্যা থাকবে না। ওদিকে ইয়াইর লাপিদের রামাল্লা প্রস্তাব ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, আমরা শুধু জেরুজালেমে যুক্তরাষ্ট্রের কন্স্যুলেট মেনে নেবো। কারণ, জেরুজালেম হলো ফিলিস্তিনের রাজধানী। যুক্তরাষ্ট্র এটাই ঘোষণা করেছে। তারা সেটা করার প্রত্যয়ও ঘোষণা করেছে।