বয়সের ছুঁতোয় যাকে ছুড়ে ফেলা হয়েছিল দল থেকেই, সেই শোয়েব মালিকই ভাগ্যক্রমে সুযোগ পেয়ে পাকিস্তান দলের ত্রাতায় পরিণত হয়েছেন। দলের প্রয়োজনে খেলছেন গুরুত্বপূর্ণ ইনিংস। রোববার স্কটল্যান্ডের বিপক্ষে তিনি যে ইনিংসটি খেলেছেন সেটি রীতিমতো বাধিয়ে রাখার মতো।
৩৯ বছর বয়সি শোয়েব ১৮ বলে করেছেন ৫৪। টি-টোয়েন্টিতে এই রেকর্ড আজ পর্যন্ত কোনো পাকিস্তানি খেলোয়াড় করে দেখাতে পারেননি।
শুধু ব্যাটিংই নয়; বিশ্বকাপে দূরন্ত ফিল্ডিং করে যাচ্ছেন শোয়েব। মাঠেও তাকে চনমনে দেখায়। তার শরীরী ভাষায় বয়সের কোনো ছাপ নেই। এই ফিট থাকার রহস্যও ভেদ করেছেন শোয়েব। খবর ক্রিকেট পাকিস্তানের।
ম্যাচের পর এক সংবাদ সম্মেলনে শোয়েব ফিট থাকার রহস্য সম্পর্কে বলেন, সত্যি বলতে, আয়নায় নিজেকে ফিট দেখার আত্মমগ্নতা আছে আমার। যদিও সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ক্রিকেট খেলাটা এখনও উপভোগ করছি এবং দিনশেষে, এটা দলকেও সহায়তা করছে। আমার মনে হয়, নিজেকে ফিট রাখতে হলে প্রতিদিনই কষ্ট করতে হয় এবং আমি সেটাই করে আসছি।
সূত্র: যুগান্তর