নোয়াখালীর চৌমুহনী উপজেলায় হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরও এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার রাতে উপজেলার চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার গ্রেফতার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার কথা রয়েছে।
গ্রেফতার আসামির নাম মোরশেদ আলম সবুজ (৩২)। তিনি বেগমগঞ্জের ভূঁইয়াবাড়ির মৃত হাজী আবদুল সামাদের ছেলে।
নোয়াখালী গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার দিন গত ১৫ অক্টোবরের ভিডিও ফুটেজ দেখে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।
গত ১৫ অক্টোবর বেগমগঞ্জের চৌমুহনীর বিভিন্ন মন্দিরে হামলার ঘটনা ঘটে।
সূত্র: যুগান্তর