মিথ্যা ধর্ষণ মামলা করার অভিযোগে বাদীকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
সোমবার দুপুরে ও ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিল।
দণ্ডপ্রাপ্ত আসামি হল, বরগুনা জেলার তালতলী উপজেলার উত্তর ঝাড়াখালী গ্রামের কালাম খানের স্ত্রী আসমা বেগম।
জানা যায়, আসমা বেগম বাদী হয়ে তার প্রতিবেশী সত্তার খানের ছেলে স্বপনের বিরুদ্ধে ২০১৬ সালের ১৫ মে ওই ট্রাইব্যুনালে একটি মিথ্যা ধর্ষণ মামলা করে। তালতলী থানার এসআই গাজী ফজলুল হক বাদীর মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ৩১ জুলাই বাদীর মামলা মিথ্যা মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
স্বপন মামলা থেকে খালাস পেয়ে ২০১৭ সালের ২ জানুয়ারি বাদী আসমার বিরুদ্ধে ওই ট্রাইব্যুনালে মামলা করেন। সাক্ষ্য শেষে ওই আদালতের বিচারক আসমা বেগমকে এ দণ্ডাদেশ দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের পিপি বলেন, এই রায়টি দৃষ্টান্তমূলক। মিথ্যা মামলা অনেকাংশে কমে আসবে। কথায় কথায় শত্রুতা দমন করতে মিথ্যা মামলা দেয়।
আসামি আসমার পক্ষের আইনজীবী জিয়া উদ্দিন বলেন, এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।
সূত্র: যুগান্তর