মাগুরা সদর উপজেলার ১২ ইউনিয়নের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। জেলা সদরের ১৩ ইউনিয়নের ভোটার হওয়ার কথা থাকলেও সীমানা জটিলতার কারণে একটি ইউনিয়নের (বগিয়া) ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
জেলা সদরের ১২টি ইউনিয়নের ১৩২টি কেন্দ্রে ২ লক্ষ ৬ হাজার ৫৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১২টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪৩ জন, সাধারণ সদস্য পদের ৩৮৪ জন ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদ ১১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মাগুরা সদরের ১২টি ইউনিয়নের ৩টি ইউনিয়নে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নৌকা মার্কার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে ৪২ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সূত্র: বিডি প্রতিদিন