লালমনিরহাটের হাতীবান্ধায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রাজাকার পরিবারের সদস্যকে মনোনয়ন দিলে আগামীকাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য হরতালের ঘোষণা দিয়েছেন উপজেলা ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার রাতে বিক্ষোভ মিছিল শেষে ওই উপজেলার মেডিকেল মোড়ে এক পথ সভায় এ ঘোষণা দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার জিহান।
তিনি বলেন,‘আমরা দেখছি হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নে রাজাকার পরিবারের এক সদস্য সাবেক শিবির নেতা এখন আওয়ামী লীগে যোগদান করেছেন। তিনি স্বাধীনতার প্রতীক নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইতোমধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। ’
ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুরুল আমিনের উদ্দেশে ছাত্রলীগ সভাপতি বলেন,‘ওই রাজাকার পরিবারের সদস্যকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে বুধবার রাতে মশাল মিছিল ও বৃহস্পতিবার থেকে হাতীবান্ধায় অনিষ্টিকালের জন্য হরতাল শুরু হবে। ’
একজন ছাত্রলীগের কর্মী বেঁচে থাকা পর্যন্ত কোনো রাজাকার পরিবারের সদস্যকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না বলেও জানান উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার জিহান।
এ ব্যাপারে জানতে চাইলে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি বলেন, ‘রাজাকার পরিবারকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ার কোনো সুযোগ নেই।
সূত্র: আমাদের সময়.কম