বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘তাকে সুস্থ করতে হলে, তার জীবন বাঁচাতে হলে বিদেশে উন্নত চিকিৎসা নিতে হবে। কিন্তু এই সরকার তার চিকিৎসায় বাধা দিচ্ছে। বিদেশে যেতে দিচ্ছে না। তাই আসুন একজন সাবেক প্রধানমন্ত্রীর জীবন বাঁচাতে দলমত ও সকল শ্রেণি-পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করি। যাতে সরকার তাঁকে বিদেশে পাঠাতে বাধ্য হয়।’
আজ বুধবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে হাসপাতালের বাইরে এসে মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে সবার কাছে আহ্বান জানাবো সকল রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ এমন ভাবে চাপ তৈরি করুন যেন সরকার বাধ্য হয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে। হাসপাতালে আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি। চিকিৎসকরা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়।’
তিনি বলেন, ‘তাকে সুস্থ করতে হলে জরুরি ভিত্তিতে বিদেশে নিয়ে চিকিৎসা নিতে হবে। পোস্ট কোভিড পরবর্তী নতুন করে পুরাতন রোগগুলো অত্যন্ত জটিলাকার ধারণ করেছে। বর্তমানে তিনি সিসিইউতে আছেন। সেখানে এরকম একজন রোগীকে দেখতে যাওয়া দুরূহ বিষয়।’
তিনি আরও বলেন, ‘ডা. এজেড এম জাহিদ হোসে এর সাথে আমি কথা বলে যা বুঝেছি, বেগম খালেদা জিয়ার যেরকম চিকিৎসা দরকার সেরকম সুযোগ এখানে একেবারেই নেই। তারপরও ডাক্তাররা সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছেন। রোগীর উন্নত চিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।
সূত্র: আমাদের সময়.কম