চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ফোনালাপের একটি রেকর্ড ভাইরাল হওয়ার পর দেশজুড়ে সমালোচনা চলছে। ওই ফোনালাপের ঘটনায় নিজের কোনো দোষ ছিল না বলে দাবি করেছেন মাহি। তবে সেদিনের ঘটনায় বিব্রত হয়েছিলেন জানিয়ে এই অভিনেত্রী বলেছেন, ‘একবার আমি ছোট হয়েছি দেশবাসীর কাছে, আরও একবার ছোট হলাম।’
গতকাল সোমবার রাত ৯টা ৩১ মিনিটে নিজের ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন এই অভিনেত্রী। তিনি আরও বলেন, ‘আমি সেদিনও ভীষণ বিব্রত ছিলাম। নিজের আত্মসম্মানবোধে কতটুকু আঘাত লেগেছে সেটা আমি জানি আর আমার আল্লাহ জানেন। আজকেও আমি ভীষণভাবে বিব্রত এবং একবার আমি ছোট হয়েছি দেশবাসীর কাছে, আরও একবার ছোট হলাম। কিন্তু আপনারা একটু চিন্তা করে দেখবেন এই ভাষার প্রতিউত্তর আমার আসলে কী দেওয়া উচিত ছিল আদৌ কিছু বলার ভাষা সেদিন আমার ছিল না।’
ফোনালাপের ব্যাপারে এই অভিনেত্রী বলেন, ‘ঠিক দুই বছর আগের একটা ঘটনা ছিল। আমি বরাবরের মতো সব সময় আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি কষ্ট পেয়েছি। যার মাধ্যমে কষ্ট পেয়েছি কোনো না কোনো একদিন তার রেজাল্ট তিনি পাবেন, তিনি ঠিকই তা পেয়েছেন। তো সেটা প্রমাণিত, আলহামদুলিল্লাহ।’
মাহি বলেন, ‘আমি এখন হারাম শরীফে আছি, মক্কাতে। সবাই নিশ্চয়ই জানেন আমি ওমরাতে এসেছি। সেজন্যই কোনো ফোন রিসিভ করা সম্ভব হচ্ছে না। আমি ফোন হাতে রাখছি না, ইবাদত করতে এসেছি ইবাদত করতে চাই।’
সাংবাদিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘সাংবাদিক ভাইদের সরি, আমি সবার ফোন রিসিভ করছি না। এ বিষয়টা নিয়ে এখানে কিছু বলার মতো মানসিকতা আমার আপাতত নেই। আপনারা আমার হয়ে আমার জায়গা থেকে চিন্তা করবেন যে আমি দোষী কি দোষী না, আমি এতটুকুই বলব। সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ওমরাটা কবুল করেন। আল্লাহ সাক্ষী আমার কোনো দোষ ছিল না।
সূত্র: আমাদের সময়.কম