স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা অভিযোগ করেছেন, এমপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কারণে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরা কার্যকর ভূমিকা রাখতে পারছেন না। তারা আরও বলেন, স্থানীয় সরকারের কাজে এমপিরা হস্তক্ষেপ করেন এবং ইউএনওরা জনপ্রতিনিধিদের মতো ভূমিকা পালন করেন। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে গভর্ন্যান্স অ্যাডভোকেসি ফোরামের এই জাতীয় কনভেনশন হয়। ‘কার্যকর স্থানীয় সরকার জাতীয় কনভেশন ২০২১’ শীর্ষক এ কনভেনশনে অংশ নেন জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) জনপ্রতিনিধিরা। এতে সারা দেশ থেকে স্থানীয় সরকারের কয়েকশ জনপ্রতিনিধি অংশ নেন। কনভেনশনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির ভাইস প্রেসিডেন্ট মনসুর রহমান খান বলেন, ‘আমাদের সবচেয়ে বড় অসুবিধা হলো এমপি। স্থানীয় সরকারে এমপিদের কারণে অনেক দুর্নীতি হয়। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকারকে যত বেশি কার্যকর করা যাবে, তত বেশি জনগণের কল্যাণ সম্ভব হবে। গভর্ন্যান্স অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, সবাইকে একসঙ্গে কাজ করার জন্য একটা কাঠামো থাকা দরকার। মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, পৌরসভাকে আরও কার্যকর করার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ করতে হবে। উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে উপজেলা পরিষদ এখনো অনেকটাই অকার্যকর।
এটাকে আরও কার্যকর করতে হবে। মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, স্থানীয় সরকার কার্যকরে সরকারের আগ্রহ থাকলেও এখনো তা ভালোভাবে কার্যকর করা যাচ্ছে না।
সূত্র: বিডি প্রতিদিন