বছরের সব থেকে শক্তিশালী সুপার টাইফুনের দাপটে ফিলিপাইনে মৃত্যু হয়েছে এক শতেরও বেশি মানুষের। গতকাল বিপর্যস্ত দ্বীপগুলোতে পানি এবং খাবার পৌঁছতে গিয়ে কর্মকর্তারা প্রাণহানির পরিমাণ আন্দাজ করতে পেরেছেন।
শনিবার ফিলিপিন্সের উপকূলে আছড়ে পড়ে সুপার টাইফুন ‘রাই’। ৩০ লাখের বেশি মানুষ উপকূল এলাকা থেকে তাঁদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যান। ফাঁকা হয়ে যায় সমুদ্র সৈকতের রিসোর্টগুলোও। টাইফুনের তাণ্ডবে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বিপর্যস্ত। যোগাযোগ ব্যবস্থার হালও খুবই খারাপ। জনপ্রিয় পর্যটন কেন্দ্র বোহোলের গভর্নর আর্থার ইয়াপ তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়েছেন, কয়েকটি দ্বীপ মিলিয়ে মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত ১০৮। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: বিডি প্রতিদিন