ঝিনাইদহের শৈলকুপায় ইউপি নির্বাচনে নৌকা প্রার্থীর সমর্থনে ঢাল-সড়কি, রামদা, দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সশস্ত্র মিছিল করা হয়েছে। মিছিল থেকে স্বতন্ত্র প্রার্থীর অফিস-প্রচার মাইক ভাঙচুর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ৩নং দিগনগর ইউনিয়নের সিদ্দি বাজারে এ ঘটনা ঘটে। পুলিশের সামনেই নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান তপনের সমর্থকরা এমন মিছিল ও হামলা চালায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
জানতে চাইলে নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী মুক্তারুজ্জামান মুক্ত অভিযোগ করেন, তার সমর্থকদের ওপর হামলাসহ অফিস ও প্রচার মাইক ভাঙচুর করা হয়।
ভোটারদের মধ্যে চরম আতঙ্ক বিরাজসহ ভোটাররা ভয়ে এলাকা ছেড়েছে বলে অভিযোগ করেন এই প্রার্থী। সেইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ও শঙ্কামুক্ত পরিবেশে র্নিবাচন প্রত্যাশা করেন তিনি।
এদিকে, ঘটনা সম্পর্কে জানতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান তপনের নিকট বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে শৈলকুপা থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামান জানান, তারা পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছেন।
সূত্র: আমাদের সময়.কম