পাকিস্তানের বেলুচিস্তানে কয়েক মাস ধরে চলা বিক্ষোভ পাকিস্তানের ইমরান খান নেতৃত্বাধীন সরকারকে বিচলিত তুলে করেছে। ফলে প্রদেশটিতে হাজারো অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে সরকার। পলিসি রিসার্চ গ্রুপের একটি নিবন্ধের বরাতে বার্তা সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহ ধরে বেলুচিস্তানের গোয়াদর বাসিন্দারা ‘গোয়াদর কো হক দো’ (গোয়াদরকে তার অধিকার দাও) আন্দোলন চালিয়ে আসছিলেন। হাজারো মানুষের লাগাতার এই আন্দোলনের ফলে গত ১৬ ডিসেম্বর তাদের দাবি মানতে বাধ্য হয় দেশটির সরকার। ফলে, আন্দোলনকারীরা তাদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে।
আন্দোলকারীরা যেসব দাবি জানিয়েছেন তা হলো- বিশুদ্ধ পানির নিশ্চয়তা প্রদান, সিন্ধু থেকে আগত অবৈধ মাছ ধরার ট্রলার নিষিদ্ধ করা। এ ছাড়া পুশকান, সারবন্দান এবং গোয়াদর সিটিতে অতিরিক্ত চেকপোস্ট অপসারণ এবং পাকিস্তান-ইরান সীমান্ত খুলে দেওয়ার মতো দাবিও জানান তারা।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গত রোববার এক টুইট বার্তায় বলেন, ‘আমি গোয়াদরের কঠোর পরিশ্রমী জেলেদের ন্যায্য দাবির বিষয়ে নির্দেশনা দিয়েছি। অবৈধ মাছ ধরার ট্রলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে আমি বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলব।
সূত্র: আমাদের সময়.কম