দুর্নীতির দায়ে ২২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে ক্ষমা করে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। স্থানীয় সংবাদমাধ্যম ইয়োনহাপ জানিয়েছে, নববর্ষ উপলক্ষে যেসব বন্দী প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা পেয়েছেন তাদের মধ্যে দুর্বল স্বাস্থ্যের কারণে স্থান পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট।
এই বছর ঘাড় ও পিঠে মারাত্মক ব্যাথা নিয়ে তিনবার হাসপাতালে ভর্তি হয়েছেন পার্ক জিউন-হাই।
অভিশংসনের শিকার হয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার এক বছরের মাথায় ২০১৮ সালে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির দায়ে দণ্ডিত হন ৬৯ বছর বয়সী পার্ক জিউন-হাই। দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার পর ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া প্রথম প্রেসিডেন্ট তিনি।
তবে সবসময়ই যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই।
পার্ক প্রথমে মোট ৩০ বছরের কারাদণ্ড এবং ২ হাজার কোটি ইয়োন জরিমানার মুখে পড়েন। পরে একটি উচ্চ আদালত জরিমানা কমিয়ে দেয় এবং দুর্নীতির দায়ে ১৫ বছর এবং ক্ষমতার অপব্যবহারে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেয়।
সূত্র: আমাদের সময়.কম