ঝিনাইদহের শৈলকুপায় এক দিনের ব্যবধানে আবারও নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জসিম (৩৫) ভাটবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি সারুটিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুনের সমর্থক। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় মামুন ও বিদ্রোহী প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মামুনের এক সমর্থক নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে আধিপত্য নিয়ে মামুন ও টিপুর সমর্থকদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছে। গতকাল উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে শনিবার বিকেলে মামুনের সমর্থক জসিম ও মিলনকে ছুরিকাঘাত করা হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই মুক্তার হোসেন বলেন, জসিম ও মিলন বাড়ির পাশে দাঁড়িয়েছিলেন। কিছু বুঝে ওঠার আগেই অতর্কিতে তাদের ওপর হামলা চালানো হয়।
নৌকার প্রার্থী মাহমুদুল হাসান মামুন বলেন, ‘বিদ্রোহী প্রার্থী টিপুর সমর্থকরা জসিম ও মিলন নামে আমার দুই সমর্থককে ছুরিকাঘাত করে।’ তবে বিষয়টি নিয়ে জুলফিকার কায়সার টিপুর মুঠোফোনে একাধিকবার কল দিলেও সাড়া পাওয়া যায়নি।
সূত্র:
সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে বলে জানান শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
সূত্র: আমাদের সময়.কম