আফগানিস্তানের একটি বেসরকারি টেলিভিশনের মালিক আরিফ নূরীকে গ্রেপ্তার করেছে তালেবান। গত বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
আফগানিস্তানের ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রধান হুজাতুল্লাহ মুজাদেদী এক টুইট বার্তায় লেখেন, ‘নূরীন টিভির মালিক হাজী আরিফ নূরীকে আজ (বৃহস্পতিবার) বিকেলে কাবুলের (পিডি-৪-এ) নিজ বাড়ি থেকে ইসলামিক এমিরেট বাহিনী গ্রেপ্তার করেছে। কেন তাকে গ্রেপ্তার করা হল তা স্পষ্ট নয়।’
টোলো নিউজ জানিয়েছে, তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির গণমাধ্যম ও কর্মীদের ওপর হামলা-মামলার সংখ্যা বেড়েছে। এর আগে, গত ডিসেম্বরের শুরুতে দেশটির খ্যাতিমান সাংবাদিক জাভিদ ইউসুফিকে একদল লোক ছুরিকাঘাত করে।
এ ছাড়া ওই মাসেই দেশটির কাবুল, বাল্ক, তাখার ও কুন্দুজ প্রদেশে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় অন্তত পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের মধ্য আগস্টে কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপরেই অর্থনৈতিক এবং চরম মানবিক সংকটকে পড়ে দেশটি, যা এখনো বিদ্যমান।
সূত্র: