জাতীয় সমাজসেবা দিবসে রংপুরের মুন্সিপাড়া কবরস্থানের ৪ জন গোর খোদক ও শশ্মানের পাটনী দু’জন কর্মীর মধ্যে এককালীন আর্থিক অনুদানের টাকা প্রদান করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার রংপুর জেলা প্রশাসন, বিভাগীয় ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘মুজিব বর্ষের সফলতা ঘরে ঘরে ভাতা’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (উপ-সচিব) মো. আব্দুল মোত্তালেব সরকার। অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান প্রধান অতিথি এবং রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মনোরঞ্জন রায়, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মমতাজ উদ্দিন আহম্মেদ।
এর আগে জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দু’জন প্রতিবন্ধী শিশুর মধ্যে হুইল চেয়ার, হতদরিদ্র দুটি শিশুর মধ্যে উন্নত মানের গরম কাপড়, দুটি হতদরিদ্র পরিবারের মধ্যে দুটি চার্জার রিকশাভ্যান বিতরণ করা হয়।
সমাজসেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করাসহ সমাজসেবা পরিচালিত সকল কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সমাজসেবা মন্ত্রণালয় কর্তৃক পরিচালক এবং উপ-পরিচালক পর্যায়ে রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. আব্দুল মোত্তালেব সরকার এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিনকে পুরষ্কারে ভুষিত করায় তাদের দুজনের হাতে ক্রেস্ট তুলে দেন রংপুরের জেলা প্রশাসক। এরপর একই স্থানে শেখ রাসেল পরিবারের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সূত্র: বিডি প্রতিদিন
