নাসিক নির্বাচনে খেলাফত মজলিসের মনোনীত মেয়র প্রার্থী এমবিএম সিরাজুল মামুন বলেছেন, নাসিকে অবকাঠামোগত উন্নয়ন হলেও সামগ্রিক কোনো উন্নয়ন হয়নি। গত ১৮ বছরে স্বল্পআয়ের, হতদরিদ্র, নিঃস্ব, মেহনতী ও বঞ্চিত মানুষদের জন্য কোনো সুপরিকল্পনা দেখিনি।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ গোদনাইল ১০ নং ওয়ার্ডে গণসংযোগের সময় মেয়র প্রার্থী সিরাজুল মামুন সাংবাদিকদের সাথে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তিনি বলেন, ন্যায় ভিত্তিক ও জনকল্যাণ মূলক সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার লক্ষে নির্বাচনকে সামনে রেখে ইতিবাচক স্বপ্নময় নারায়ণগঞ্জ গড়তে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে আমরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমাদের দলীয় নেতাকর্মীদের বাইরেও মাঠ পর্যায়ে অনেকেই কাজ করছেন। জনগণের পক্ষ থেকে আমরা প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাচ্ছি।
গণসংযোগকালে তিনি আরও বলেন, আমরা নগরীর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আমাদের মূল কাজ হবে হতদরিদ্র যারা আছেন তাদের জন্য কাজ করা এবং তাদের স্বাভাবিক জীবন যাপনের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করা। পরিবর্তনের পক্ষে জনগণ দেয়াল ঘড়ি প্রতীকে ভোট দিবে ইন শা আল্লাহ।
সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ১০ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে দেয়াল ঘড়ি প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন খেলাফত মজলিস নেতৃবৃন্দ। গণসংযোগে নারায়ণগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আহম্মদ আলী, যুগ্ম সম্পাদক হাফেজ কবির হোসাইন, মহানগর সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেক, সহ সভাপতি অধ্যাপক শাহ আলম, যুগ্ম সম্পাদক মুফতি আব্দুল গণি, খন্দকার হাফেজ আওলাদ,ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি শরীফ মাহমুদ, সাবেক সভাপতি শাব্বির আহম্মেদ সহ আরও উপস্থিত ছিলেন হানিফ বাবুল, কামরুল হাসান পায়েল প্রমুখ।
এসময় খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বলেন- মাদক, সন্ত্রাস প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে এবং সামাজিক অবক্ষয় রোধ থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। আগামী ১৬ই জানুয়ারি দেয়াল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে জনগণ একটি সুন্দর নগরী গড়ে তোলার সুযোগ করে দিবে ইন শা আল্লাহ।
সূত্র: বিডি-প্রতিদিন