পশ্চিমাঞ্চল রেলওয়ের নতুন মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে যোগ দিয়েছেন অসীম কুমার তালুকদার। মঙ্গলবার বিকালে রাজশাহীতে পশ্চিমাঞ্চল রেলওয়ের সদর দফতরে সদ্য বিদায়ী জিএম মিহির কান্তি গুহের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এর আগে ৩০ ডিসেম্বর অসীম কুমার তালুকদারকে পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম হিসেবে নিয়োগ দেয় রেল মন্ত্রণালয়।
জানা গেছে, দশম বিসিএস রেলওয়ে প্রকৌশল ক্যাডারের কর্মকর্তা সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন অসীম কুমার তালুকদার। তিনি পর্যায়ক্রমে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল রেলওয়ের সিপিও, টিআরএম, পশ্চিম রেলের বিভাগীয় ম্যানেজার (ডিআরএম), সিএস ও প্রধান টেলিকম প্রকৌশলী, সরকারি রেল পরিদর্শকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
একজন শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে তিনি শুদ্ধাচার পুরষ্কার-২০২০ পান। এছাড়া ২০২০-২১ সালে রেল মন্ত্রণালয়ের শ্রেষ্ঠ উদ্ভাবক মনোনীত হন তিনি।
অসীম কুমার তালুকদার বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। তার বাড়ি মাদারীপুর জেলায়।
সূত্র: যুগান্তর