ময়মনসিংহের ফুলপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শীতেষ চন্দ্র সরকারের নিকট থেকে কম্বল নিতে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে রাতে মহিলাদের ভিড় জমে ওঠে। বৃহস্পতিবার রাত ৮টায় অসহায় মহিলাদের মাঝে তিনি কম্বল বিতরণ করেন। এসময় ২১৪ জন মহিলা সেখানে উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন দিন ধরে ফুলপুরে প্রচণ্ড শীত বিরাজ করছে। সকালে ও সন্ধ্যায় এত কুয়াশা পড়ে যে, পথঘাট দেখা যায় না। সরেজমিনে পৌরসভার যুগীর গুহা, খরিয়া নদীর পাড়ে, কলোনী পট্টী, মুচিপাড়া ও কামারপাড়াসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, পাটশলা ও বাঁশ বেতের বেড়াওয়ালা বা পলিথিন প্যাঁচানো ঝুঁপড়িতে বসবাসকারী দরিদ্র মানুষরা মানবেতর জীবনযাপন করছে। প্রচণ্ড শীতে বয়স্ক ও রোগাদের হাঁড় কাঁপুনি দিচ্ছে। এ দু:সময়ে ইউএনওর কম্বল বিতরণের কথা শুনে রাতেই এসে ভিড় জমান হত দরিদ্র মহিলারা।
কুলসুম নামে এক মহিলা বলেন, অহন কুনু মতে রাইতটা কাডানি যাইবো। গত কয়দিন শীতে ঘুমাইতে পারি নাই। শইলডা ঠির ঠির কইরা কাঁপছে।
বৃদ্ধা সখিনা খাতুন বলেন, নাতিডারে লইয়া খুব কষ্টে আছি। কম্বলডা ফাইয়া খুশি অইলাম। অহন ছেরিডারে ফ্যাছাইয়া লইয়া হুঅন যাইবো।
এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু, পিআইও অফিসের অফিসসহকারী শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র: বিডি প্রতিদিন