অভিনয় ও পারফরম্যান্স দিয়ে এরইমধ্যে সম্ভাবনার জানান দিয়েছেন চিত্রনায়ক জিয়াউর রোশান। তার হাতে আছে বেশ কয়েকটি ছবি। এর মধ্যে চলতি বছরের প্রথম সিনেমা ‘মুখোশ’ মুক্তি পাবে আগামী ২১ জানুয়ারি। ইফতেখার শুভ পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, আজাদ আবুল কালাম, পরীমনিসহ অনেকেই। এই সিনেমাটি নিয়ে আপনার প্রত্যাশা কেমন? রোশান বলেন, নিজের সেরাটা দিয়ে এই সিনেমায় কাজ করেছি। পরিচালকের প্রথম সিনেমা হওয়ায় তিনি কোথাও কমতি রাখেননি। অনেক কিছু শিখতে পেরেছি কাজটি করতে গিয়ে। তাই ছবিটি নিয়ে প্রত্যাশাও অনেক।
এখানে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? এ নায়ক বলেন, নতুন সব বিষয়ের মুখোমুখি হয়েছি। ভালো কিছু করার চেষ্টা ছিল। তিন-চারটা লটে সিনেমাটির কাজ হয়েছে। ঢাকা, সাভার, সিলেট, টাঙ্গাইলে শুটিং করেছি। শুরুতে আরামে শুটিং করতে পারলেও করোনার কারণে নানা বাঁধা বিপত্তি পেরিয়ে কাজ করতে হয়েছে। অনেক কষ্টও করেছি যাতে কাজটা ভালো হয়। দর্শক হলে গিয়ে সিনেমাটা দেখলেই সব পরিশ্রম স্বার্থক হবে। এখানে আপনার সহশিল্পী ছিলেন পরীমনি। সহশিল্পী হিসেবে সে কেমন?
রোশানের উত্তর- পরীমনির কথা কি বলবো। আমার সিনেমার জার্নিটাই শুরু হয়েছিল পরীর সঙ্গে। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা এবারও ভালো ছিল। সে খুব ন্যাচারাল অভিনেত্রী। সিনেমাটিতে মোশাররফ করিমসহ অনেক সিনিয়র শিল্পী ছিলেন। তাদের কাছ থেকে কোনো পরামর্শ পেয়েছেন? রোশান বলেন, হ্যাঁ। আমি নিজ উদ্যোগেই পরামর্শ নিয়েছি। যখনই কোনো বড় অভিনয়শিল্পী পাই তাদের কাছ থেকে পরামর্শ নেয়ার চেষ্টা করি।
কারণ আমি যেহেতু থিয়েটার থেকে আসিনি। আমার অভিনয় শেখার একটাই সুযোগ, ভালো শিল্পীদের কাছ থেকে পরামর্শ নেয়া। একটা কমন প্রশ্ন সবাইকে করি। সেটা হলো ক্যামেরার সামনে দাড়ানোর আগে কী প্রস্ততি নেন তারা। ‘মায়া- দ্য লাভ’ নামে নতুন একটি ছবির কাজ হাতে রয়েছে আপনার। এতে আপনার নায়িকা বুবলী। এই কাজের কী অবস্থা? এ নায়ক বলেন, এর শুটিং আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে। আপনার অভিনীত ‘রিভেঞ্জ’, ‘ওস্তাদ’, ‘সাইকো’, ‘আশীর্বাদ’, ‘অপারেশন সুন্দরবন’, ‘জ্বীন’ সহ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়। এই সিনেমাগুলো নিয়ে আপনি কতটা আশাবাদী? রোশান বলেন, যে সিনেমাগুলোর কথা বললেন প্রত্যেকটি খুব যত্ন নিয়ে করা। অনেক আবেগ মিশে আছে। প্রত্যেকটি দর্শক পছন্দ হওয়ার মতো। তাই যখন মুক্তি পাবে তখন যাতে দর্শক এই সিনেমাগুলো দেখেন এটাই চাওয়া থাকবে।