নানা আয়োজনে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইতালির রোম মহানগর ছাত্রলীগ। এ উপলক্ষে গত ৪ জানুয়ারি মঙ্গলবার রাজধানী রোমের ভিক্টোরিয়া ফুড অব রোমা রেস্টুরেন্টে কেক কাটা, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোম মহানগর সংগঠনের সভাপতি সাঞ্জিত ধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এহসানুল ইসলাম শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর হাওলাদার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আলী রায়হান, সদস্য আহমেদ হায়দার, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগ নেতা দুর্জয় নাঈম, সিংগাইর উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা, রোম মহানগর ছাত্রলীগ নেতা রাজিব মোল্লা, পরশ হাওলাদার, রাফি ইমাম, হীরা ফকির, শেখ শাহজালাল, শেখ আকাশ, মুরাদ হোসেন, জাকির হোসেন, আয়ান হাওলাদার, মোস্তাফিজুর রহমান, সোহাগ শেখ প্রমুখ।
নেতারা বলেন, ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতা সংগ্রামসহ গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্বে দিয়েছে। তারা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরার জন্য বাংলাদেশ ও প্রবাসের ছাত্রলীগ নেতাদের আরও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
সূত্র: আমাদের সময়.কম