মঙ্গলবার উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিক নয়, বরং এটি হাইপারসনিক মিসাইল ছিল বলে দাবি করেছে দেশটি।
বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
জানা গেছে, কর্মকর্তাদের সাথে নিয়ে কর্মসূচি পরিদর্শন করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এসময় তার সাথে ছিলেন বোন কিম ইয়ো জং। তবে মিসাইল ছোড়ার স্থান সম্পর্কে কিছু জানায়নি উত্তর কোরীয় গণমাধ্যম।
মঙ্গলবার সপ্তাহে দ্বিতীয়বারের মতো দেশটির পূর্ব উপকূলের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া, যা শনাক্ত করে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপান। সূত্র: বিবিসি
সূত্রঃ বিডি প্রতিদিন