টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পরই তীব্র সমালোচনার মুখে পড়েন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তাকে সরানোরও দাবি ওঠে। কিন্তু বিশ্বকাপ চলাকালে তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোয় এ নিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর ঘরের মাঠে পাকিস্তান সিরিজে ভড়াডুবির পর বোর্ড জানিয়েছিল, নিউজিল্যান্ড সিরিজের পর ডমিঙ্গোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ার পর ক্রাইস্টচার্চ টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। এমন অবস্থায় ডমিঙ্গোকে শতভাগ সফলও বলা যাবে না। তাই তার চাকরি এখনো ঝুলছে। তবে এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। জানা গেছে, বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন দেশে ফেরার পর আলোচনার টেবিলে ওঠবে প্রসঙ্গটি।
এদিকে, নিউজিল্যান্ড থেকে সরাসরি নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় চলে যাচ্ছেন রাসেল ডমিঙ্গো। কবে বাংলাদেশে ফিরবেন তা অজানা। সামনেই বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)। ক্রিকেটাররা দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়বেন ফ্রাঞ্জাইজি ভিত্তিক এই টুর্নামেন্টটিতে। এরপর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। এর মাঝেই হয়তো ডমিঙ্গোর বিষয়ে সিদ্ধান্ত জানাবে বিসিবি। অন্য বিদেশি কোচরাও এখনই বাংলাদেশে ফিরছেন না।
সূত্রঃ বিডি প্রতিদিন