গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে লালন চর্চা একাডেমীর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালন সঙ্গীত অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে হিলি লালন চর্চা একাডেমীর উদ্যোগে আলোচনা ও বাউল সঙ্গীত সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় লালন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। সঙ্গীত অনুষ্ঠান দেখতে ভক্তরা ভিড় জমান। দুর দুরান্ত থেকে ছুটে আসেন অনেকে।
ফকির আনোয়ার বাউল এর সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ, বিশেষ অতিথি ছিলেন মেয়র জামিন হোসেন চলন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী।