জামিনে বেরিয়েই হত্যাকাণ্ডের শিকার মানিকগঞ্জের এক যুবক। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার সিংগাইর উপজেলার জয়মন্টপ নতুন বাসস্ট্যান্ডে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
নিহতের নাম জুলহাস মিয়া (৩৫)। তিনি জয়মন্টপ ইউনিয়নের ফকির পাড়া গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে। তাকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে মুজিবুর রহমান ও রাকিব নামে দুজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৬ ডিসেম্বর জুলহাস ও বেপারীপাড়া গ্রামের মজিবুরের ছেলে দুলালের পরিবারের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন বিকেলে জুলহাসের পরিবারের লোকজন জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে দুলালকে মারধর করে। এতে দুলালের বাবা মজিবুর বাদী হয়ে জুলহাসসহ নয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় জুলহাস বুধবার দুপুরে জামিনে বেরিয়ে আসে।
সন্ধ্যায় জয়মন্টপ নতুন বাসস্ট্যান্ডে চা খেতে গেলে দুলালের নেতৃত্বে ৮-১০ জনের সশস্ত্র গ্রুপ জুলহাসকে কুপিয়ে আহত করে। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের দাবি, খুনিরা পরিকল্পিতভাবে জুলহাসকে কুপিয়ে হত্যা করেছে। এ সময় তার সঙ্গে থাকা বাটি গ্রামের শহিদুল ইসলাম খোকনকেও পিটিয়ে মারাত্মক আহত করেছে। এরপর তারা ভাকুম ব্যাঙ্গা মার্কেটে জুলহাসের আত্মীয় আলমগীরের ওপর হামলা চালিয়ে তাকেও আহত করে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, নিহতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এখনও হাতে আসেনি। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। ভুক্তেভোগীর পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তদন্ত শুরু হয়েছে।
সূত্রঃ বাংলাদেশ জার্নাল