নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দিনাজপুর ও নীলফামারী জেলার দাওয়াহ শাখার অন্যতম প্রধান হাফেজ মো.ওয়াহিদুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। শিক্ষকতার আড়ালে তিনি জেএমবির কার্যক্রম পরিচালনা করতেন বলে পুলিশ জানায়।
বুধবার দিবাগত রাতে রাজধানীর গাবতলী আরিচা হাইওয়ে এসএস ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেন এটিইউ এর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।
তিনি বলেন, গ্রেপ্তার ওয়াহিদুল ইসলাম দিনাজপুরের খানসামা থানার মণ্ডলের বাজার কুমুরিয়া হাফিজিয়া মাদ্রাসার হেফজখানার হাফেজ শিক্ষক। শিক্ষকতার আড়ালে তিনি দিনাজপুর ও নীলফামারী জেলার জেএমবির দাওয়াহ শাখার অন্যতম প্রধান হিসেবে সাংগঠনিক কাজকর্ম পরিচালনা করে আসছিলেন।
আসলাম খান বলেন, ২০২১ সালের ১১ ডিসেম্বর নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জেএমবির ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে নীলফামারীর সদর থানার মামলায় আদালতে সোপর্দ করা হয়। মূলত এই তিন জনকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতেই রাজধানী ঢাকা থেকে দেয়া শাখার অন্যতম প্রধানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এ সময় এলাকার অন্যান্য সক্রিয় জেএমবি সদস্যরা ঢাকা এবং চট্টগ্রামে বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যায়।
সূত্রঃ বাংলাদেশ জার্নাল
