আফগানিস্তানের জব্দ তহবিল অবমুক্ত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, আফগানিস্তানের অর্থনৈতিক ও সামাজিক পতন এড়াতে তহবিল অবমুক্ত করার আহ্বান জানান যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাংকের প্রতি।
গত বৃহস্পতিবার তালেবান সরকারের পক্ষ থেকে বাজেট অনুমোদনের ঘোষণার পর জাতিসংঘের মহাসচিব এ আহ্বান জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর প্রথম বাজেট অনুমোদন দিল তালেবান। তবে তালেবানের বাজেটে বিদেশি সাহায্যের উল্লেখ নেই।
তালেবানের ক্ষমতা দখলের পর পশ্চিমা দেশগুলো আফগানিস্তানে কোটি কোটি ডলারের সহায়তা বন্ধ করে দেয়। একে আফগানিস্তানের জন্য একটি অভূতপূর্ব আর্থিক ধাক্কা হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ।
জাতিসংঘের মহাসচিব আরও বলেছেন, ‘মৃত্যুর দ্বার প্রান্তে’ লাখ লাখ আফগান নাগরিক। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আফগানিস্তানকে এ বছর ৫০০ কোটি ডলার তহবিল সহায়তারও আহ্বান জানান তিনি। এ সময় তিনি আফগানিস্তানের জব্দ করা সম্পদ অবমুক্ত করে এর ব্যাংকিং ব্যবস্থা শুরু করার কথা বলেন। যাতে দেশটির অর্থনৈতিক ও সামাজিক পতন ঠেকানো সম্ভব হয়।
সূত্রঃ বিডি প্রতিদিন