গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর মরুয়াদহ গ্রামে আদালতের আদেশ অমান্য করে জমিতে বোরো ধানের চারা রোপণ করায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত্যু জয়নাল আবেদীনের পুত্র আব্দুল জলিলের সঙ্গে একই গ্রামের মৃত্যু এবারত উল্লার পুত্র ইসমাইল হোসেন গং দের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। আব্দুল জলিল গত ৩ জানুয়ারী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত গাইবান্ধায় একটি মামলা দায়ের করেন। যাহার নং পিটিশন ১০/২০২২,ধারা ১৪৪/১৪৫। বিজ্ঞ আদালত জমিতে স্থিতাবস্থা বজায় রাখার জন্য সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিলে এসআই রায়হানুজ্জামান গত ৭ জানুয়ারী নোটিশ জারি করার পরেও ইসমাইল হোসেন গংরা গত ১৩ জানুয়ারী বৃহস্পতিবার বিরোধপুর্ণ জমিতে আদালতের আদেশ অমান্য করে বোরো ধানের চারা রোপণ করেন। বর্তমানে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে যে কোন মহুর্তে রক্তক্ষয়ি সংঘর্ষ ঘটতে পারে।