রাজধানীর পোস্তগোলার শ্যামপুর লাল মসজিদের পাশের একটি পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নয়টি ইউনিট টানা আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে কাজ করে।
শনিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নেভেনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়, তা এখনো জানা যায়নি।
এর আগে, শনিবার রাত পৌনে ১২টায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, একটি সাততলা ভবনের চতুর্থ তলায় আলম গার্মেন্টসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথমে পাঁচটি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।
সূত্রঃ বিডি প্রতিদিন