সিদ্ধিরগঞ্জে একটি কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে হাতি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
তিনি বলেছেন, ‘সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশনে কেন্দ্রে আমার এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। আমি সেখানে যাচ্ছি। সেখানকার নেতাকর্মীরাও যাচ্ছে। আমি মনে করি, কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকলে সুষ্ঠু ভোট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।’
আজ রবিবার সকাল ৮টা ২২ মিনিটে মাসদাইর ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তৈমূর বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত আপাতত ভালো দেখছি। কিন্তু চূড়ান্ত ভালো হবে ভোট শেষ হওয়ার পর। ভোট গণণার পর, এর আগে বলা যাবে না।
ভোটের এমন পরিস্থিতি অব্যাহত থাকলে লক্ষাধিক ভোটে জয়ের আশা দেখছেন তৈমূর। তিনি বলেন, “আল্লাহর মেহেরবানিতে লক্ষাধিক ভোটে ব্যবধান হবে, জয় লাভ করব।…জনস্রোত আমার পক্ষে, হাতির পক্ষে আছে। পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন- কতটুকু নিরপেক্ষভাবে কাজ করে তা আপনারা দেখবেন।’
সূত্রঃ বিডি প্রতিদিন